হামজাদের স্বপ্নভঙ্গ, প্রিমিয়ার লিগে উঠলো না শেফিল্ড

শেফিল্ড ইউনাইটেডের হামজা
ফুটবল
এখন মাঠে
0

ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের প্লে অফ ফাইনালে সান্ডারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে প্রিমিয়ার লিগের স্বপ্ন অধরা থাকলো হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডের।

ওয়েম্বলি স্টেডিয়ামে ৮২ হাজার দর্শকের সামনে ম্যাচের শুরুতেই এগিয়ে লিড নিয়েই বিরতিতে যায় শেফিল্ড।

দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখলেও ফিনিশিং দুর্বলতায় গোল পায়নি তারা। ৭৫ মিনিটে সমতায় ফেরার পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে প্রত্যাবর্তনের গল্প লিখে জয় পায় সান্ডারল্যান্ড।

এর মধ্যে দিয়ে ২০১৭ সালের পর প্রিমিয়ার লিগে ফিরলো ব্ল্যাক ক্যাটস। এদিকে চলতি মৌসুমে নিজের ক্লাব লেস্টার সিটিতে ফিরতে পারেন হামজা, প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়েছে তাদেরও।

ফলে ইংল্যান্ড না ছাড়লে আবারো চ্যাম্পিয়নশিপেই খেলতে হবে এই তারকাকে।

সেজু