জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে তিন জাতি টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ (সোমবার, ২৬ মে) সকাল ১০টায় জর্ডানের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ নারী দল। আফঈদা খন্দকারের নেতৃত্বে ২৩ সদস্যের দল নিয়ে জর্ডান যাচ্ছেন কোচ পিটার বাটলার। বিদ্রোহ শেষ করে বাটলারের অধীনে সবাই খেলতে রাজি হলেও স্কোয়াডে মারিয়া, মনিকা, রিতুপর্ণারা থাকলেও নেই সাবিনা খাতুন-মাসুরা পারভীনরা।
সিনিয়র ফুটবলার ছাড়া আরব আমিরাত সফরে দুই ম্যাচেই হেরেছিল আফঈদারা। জর্ডানে ২৩ জনের স্কোয়াডেও অধিকাংশই ছিলেন আমিরাত সফরের দলে।
নতুন করে শক্তিশালী দল গড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন বাটলার। ৩১ মে ইন্দোনেশিয়া ও ৩ জুন জর্ডানের বিপক্ষে মাঠে নামবে নারীরা।
র্যাংকিংয়ে দল দুটি বাংলাদেশের চেয়ে ৪০ থেকে ৬০ ধাপ এগিয়ে।