আজ (মঙ্গলবার, ২৬ মে) সকালে রাজধানীর পল্টন ময়দানে সিক্স এ সাইড ২০ মিনিটের ম্যাচে আক্রমণ-পালটা আক্রমণ হলেও শুরু থেকেই আধিপত্য ছিলো এখন টিভির।
যদিও নির্ধারিত সময় গোলমুখ খুলতে পারেনি সানি মৃধা-আরিফুল শাহাবরা। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র-তে শেষ হয়।
টাইব্রেকারে এখনের পক্ষে গোল করেন রাকিব, সানি, নাফি ও আবির। অন্যদিকে, প্রতিপক্ষের দুটি স্পট কিক ঠেকিয়ে জয়ের নায়ক প্রধানংশু বর্মন। ম্যাচসেরার পুরস্কারও জেতেন গোলরক্ষক প্রধাংশু।