‘নিউজ টুয়েন্টিফোর’ কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ‘এখন টিভি’

এখন টিভির খেলোয়াড়রা
ফুটবল
এখন মাঠে
0

বিএসজেএ আয়োজিত ফুটবল টুর্নামেন্টে নিউজ টুয়েন্টিফোরকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ‘এখন টিভি’। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ ব্যবধানে ম্যাচ জিয়ে শেষ আট নিশ্চিত করে ‘এখন টিভি’।

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজনে ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় দেশের ৩২টি গণমাধ্যম। ৮টি গ্রুপে ভাগ হয়ে গ্রুপের সেরা দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ‘টিম এখন’। আসরের প্রথম ম্যাচে বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে দারুণ শুরু করে টেলিভিশন চ্যানেলটি।

আজ (বৃহস্পতিবার, ২৯ মে) সকাল থেকে বৃষ্টির হানায় মাঠ ছিল কর্দমাক্ত। তাই মাঠ ছিল ধীরগতির। তবে এ অবস্থাতেও সেরা পারফরম্যান্স দেখায় এখন টেলিভিশনের ফুটবলাররা।

প্রথমার্ধেই টেলিভিশনটির বিশেষ প্রতিনিধি মুজাহিদ শুভর গোলে এগিয়ে যায় এখন। ১-০ গোলে এগিয়ে শেষ হয় প্রথম আট মিনিট।

ম্যাচের দ্বিতীয়ার্ধের প্রথমদিকেই ডিফেন্সের ভুলে সমতায় ফেরে ‘নিউজ২৪’। এরপর আর কোনো গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে।

সেখানে প্রথম সুযোগেই এগিয়ে যায় এখন। এরপর তৃতীয় সুযোগ মিস করেও খেলায় টিকে থাকে এখন টেলিভিশন। এরপর প্রতিপক্ষ দল পাঁচ বারের সুযোগে দুটিতে গোল করে।

অন্যদিকে, এক গোল বেশি দিয়ে অর্থাৎ ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে শেষ আট নিশ্চিত করে এখন টেলিভিশন। টাইব্রেকারে দলকে জিতিয়ে ব্যাক টু ব্যাক ম্যাচ সেরার পুরস্কার পায় টেলিভিশনটির সিনিয়র নিউজরুম এডিটর প্রধাংশু বর্মন।

আগামী শনিবার (৩১ মে) কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ‘টিম এখন’।

এসএস