কনফারেন্স লিগে রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতলো চেলসি

শিরোপা জিতে উদযাপনে চেলসি
ফুটবল
এখন মাঠে
0

উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতলো চেলসি। খেলার নবম মিনিটে আব্দের গোলে ১-০ গোলের লিড নেয় বেটিস। পুরো প্রথমার্ধেই আক্রমণের ধারা বজায় রাখে তারা।

বেশ কয়েকটি আক্রমণ শানালেও দুর্বল ফিনিশিং এ গোল পাচ্ছিলো না স্প্যানিশ ক্লাবটি। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিট পর্যন্ত চেলসিকে গোল বঞ্চিত রাখে তারা।

খেলার ৬৫ মিনিটে ১-১ এ সমতা আনেন এঞ্জো ফার্নান্দেজ। ৫ মিনিট পরেই ব্যবধান ২-১ করেন নিকোলাস জ্যাকসন।

৮৩ মিনিটে তৃতীয় গোল করে চেলসিকে আরেকবার আনন্দে ভাসান জেডন সাঞ্চো। ম্যাচের ৯১ মিনিটে কফিনে শেষ পেরেক ঠুকেন মোজেস কাইসেডো।

২০২২ সালে ফিফা ক্লাপ বিশ্বকাপ শিরোপার পর এটিই চেলসির প্রথম শিরোপা।

সেজু