ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ইন্দোনেশিয়া

কোচের সঙ্গে প্রশিক্ষণে নারী ফুটবলাররা
ফুটবল
এখন মাঠে
0

নারী ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। জর্ডানের কিং আবদুল্লাহ-২ স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

দলের অস্থিরতা শেষে নিজেদের সেরা ছন্দ খুঁজে পেতে মরিয়া নারী ফুটবলাররা। কোচের বিরুদ্ধে সিনিয়র ফুটবলারদের বিদ্রোহের কারণে তরুণ দল সবশেষ আরব আমিরাত সফরে সাফল্য পায়নি।

কয়েকমাস পেরোলেও স্কোয়াডে নেই সাবিনা-সানজিদা সহ সাফজয়ী পাঁচ সিনিয়র ফুটবলার। কোচের সঙ্গে টানাপড়েন শেষে হওয়ায় দলে ফিরেছেন ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্ডা, মনিকা চাকমা সহ ৯ ফুটবলার।

অভিজ্ঞ ও নতুনের মিশেলে দলে ভারসাম্য ফেরায় ভালো শুরুর স্বপ্ন দেখছেন অধিনায়ক আফঈদা খন্দকারও।

এএইচ