মাত্র নয় বছরে ক্যান্সারের সাথে লড়াইয়ে হেরে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তার মেয়ে ষানা। মেয়ের জন্য চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উৎসর্গ করলেন। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে জানান দিলেন শারীরিকভাবে মেয়ের উপস্থিতি না থাকলেও মানসিকভাবে তার সাথেই আছেন ষানা।
ইতিহাসের মাত্র দ্বিতীয় কোচ হিসেবে দুইটি আলাদা ক্লাবের হয়ে ট্রেবল জিতলেন লুইস এনরিকে। ১০ বছর পর আরও একবার পেলেন ট্রেবলের স্বাদ। এর আগে ২০১৫ সালে বার্সেলোনার হয়ে লা লিগা, কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে ট্রেবলজয়ী কোচের এলিট লিস্টে নাম তোলেন লুইস এনরিকে।
দুই ভিন্ন ক্লাবের হয়ে ট্রেবলজয়ী অন্য কোচ পেপ গার্দিওলা। ২০১১ সালে বার্সেলোনার পর ২০২৩ সালে এসে ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছিলেন ক্লাব ফুটবলের ত্রিমুকুট। গার্দিওলা এবং এনরিকে ছাড়া এই কীর্তি নেই আর কারোরই। কাকতালীয় ব্যাপার এই দুজনই বার্সেলোনার খেলোয়াড় এবং দুজনেরই উত্থান বার্সা থেকেই।
পিএসজির জয়ের মাধ্যমে মিউনিখ ধরে রেখেছে তার ঐতিহ্যটাও। এই পর্যন্ত মিউনিখে পাঁচ ফাইনালে প্রতিবারই দেখা গিয়েছে নতুন চ্যাম্পিয়ন। নটিংহ্যাম ফরেস্ট, মার্শেই, বুরুশিয়া ডর্টমুন্ড এবং চেলসির পর মিউনিখ থেকেই নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা পেয়েছে পিএসজি।
২০২৫ মৌসুমে পুরো সময় জুড়েই দাপট দেখিয়েছে লুইস এনরিকের শিষ্যরা। ট্যাক্টিকাল ফ্লেক্সিবিলিটি, আক্রমণাত্মক খেলা সেই সাথে স্কোয়াড ডেপথ সব কিছুর মিশেলে সাফল্য ধরা দিয়েছে লুইস এনরিকের হাত ধরে।
উত্তর স্পেনের আস্তুরিয়াস শহরে বেড়ে উঠা ৫৫ বছরের এনরিকে জানান দিলেন ফুটবল কখনও কখনও জীবনের চেয়েও বড়।