কিউবা মিচেল পেলেন বাংলাদেশি পাসপোর্ট, খেলবেন দেশের জার্সিতে

কিউবা মিচেল
ফুটবল
এখন মাঠে
0

অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের পাসপোর্ট উঠছে কিউবা মিচেলের হাতে। বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলারের পাসপোর্ট তৈরি হয়ে গেছে। এখন অপেক্ষা শুধু সংগ্রহের। তাই দেশের জার্সি গায়ে জড়াতে আর কোনো বাধা থাকলো না।

ইংল্যান্ডের দ্বিতীয় সারির ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব ২১ দলে খেলেন কিউবা। গেল সপ্তাহে পাসপোর্টের জন্য আবেদন করেন তিনি। দ্রুততম সময়েই তার পাসপোর্ট তৈরি হয়ে যায়।

তার বাবা জ্যামাইকান হলেও মা বাংলাদেশি। মায়ের সূত্র ধরেই কিউবা নিয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব। ১৯ বছর বয়সী এই ফুটবলার মূলত সেন্ট্রাল মিডফিল্ডার। যিনি বলের নিয়ন্ত্রণ রাখায় দক্ষ। প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারেন এই তরুণ।

ভূটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত দুই ম্যাচের দলে নেই কিউবার নাম। যদিও সিঙ্গাপুর ম্যাচের আগে শেষ মুহূর্তে যুক্ত হতে পারে কিউবার নাম।

এসএস