টাকার অঙ্কটি ৬ কোটি ২৫ লাখ পাউন্ডের আশেপাশে। চুক্তিতে মেয়াদ এক বছর বাড়ানোর সুযোগ আছে। অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে প্রথমে ধারে উলভারহ্যাম্পটনে যান কুনহা।
পরে ২০২৩ সালে তাকে পাকাপাকিভাবে দলে টানে ইংলিশ ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে ৯২ ম্যাচ খেলে ৩৩ গোল করেছেন কুনহা।
অ্যাসিস্ট করেছেন ১৫টি গোলে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ব্রাজিল দলের সঙ্গে যোগ দিতে রোববার সকালে সল্টফোর্ড ছেড়েছেন কুনহা।
আগামী ৬ ও ১১ জুন ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।