বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট পেতে বাফুফের সামনে সমর্থকদের অবস্থান

বাফুফে ভবন
ফুটবল
এখন মাঠে
0

আগামী ১০ জুন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচের টিকিটের জন্য বাফুফে ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ফুটবল সমর্থকরা। গতকাল (সোমবার, ২ জুন) দুপুর থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করে তারা।

ভবনের মূল ফটকের সামনে অবস্থান নেয় দেশের ফুটবল সমর্থকদের অন্যতম গোষ্ঠী ‘ফুটবল আলট্রাস’। এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকে দ্বিতীয় দিনের মতো অবস্থান করছে সমর্থকরা।

দু’মাস আগে আনুষ্ঠানিকভাবে অর্থের বিনিময়ে টিকিট কেনার বিষয়টি বাফুফেকে জানিয়েছে ফুটবল আলট্রাস। তবে শুধু সময়ক্ষেপণ করে শেষ পর্যন্ত এক শ’ টিকিট প্রদানে সম্মত হয় ফেডারেশন। যেখানে সমর্থক গোষ্ঠীটির চাহিদা ছিল দুই থেকে তিন হাজার টিকিট।

এমতাবস্থায় সমর্থকদের অবস্থানে কোনো বাধা বা টিকিটি দেয়ার ব্যাপারে আশ্বাস দেয়নি বাফুফে। শুধু ঢাকা নয় বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভাগ এবং জেলা পর্যায়ে এই কর্মসূচি ঘোষণা করেছে সমর্থকরা।

এর আগে, বাফুফে প্রথমবারের মতো টিকিটিং সম্পূর্ণ অনলাইনে ছাড়া হয়। প্রথম দফায় সাইবার আক্রমণে শিকার হওয়া টিকিটের ওয়েবসাইটে দ্বিতীয় দফায় ছাড়া হলে ২৪ ঘণ্টারও কম সময়ে সব টিকিট বিক্রি হয়ে যায়।

এসএস