এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে ঢাকায় পা রাখলেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। আজ (বুধবার, ৪ জুন) ভোরে ঢাকায় পৌঁছালেন সামিত। আগামী ১০ জুন সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে আজ ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজরা।
এই দুই ম্যাচের জন্য ছয় প্রবাসী ফুটবলার নিয়ে স্কোয়াড সাজিয়েছেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
কানাডা জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার সামিত বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে গত ৬ মে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন পান।
এরপর থেকেই তিনি বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় ছিলেন।