লা লিগার সেরা ফুটবলার নির্বাচিত হলেন রাফিনিয়া

রাফিনিয়া
ফুটবল
এখন মাঠে
0

লামিন ইয়ামালকে পেছনে ফেলে লা লিগার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রাফিনিয়া। অবশ্য সেরার তকমা পেয়েছেন ইয়ামালও। অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের মধ্যে সেরার পুরষ্কার জিতেছেন তিনি।

দুই বার্সেলোনা সতীর্থ লামিন ইয়ামাল ও রাফিনিয়া দুজনই ছিলেন লা লিগার সেরা খেলোয়াড়ের দৌড়ে। তবে শেষ পর্যন্ত মৌসুম জুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ মুকুট উঠেছে ব্রাজিলিয়ান উইঙ্গারের মাথায়।

সবমিলিয়ে বার্সার জার্সিতে মৌসুমের ৫৭ ম্যাচে ৩৪ গোল করেন রাফিনিয়া। পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২৫ টি। তবে বার্সেলোনার ট্রেবল জয়ে বড় ভূমিকা আছে লামিন ইয়ামালেরও।

ফলশ্রুতিতে জিতেছেন বয়সভিত্তিক পুরষ্কারও জিতেছেন। মৌসুমের শুরুর দিকে পিছিয়ে থাকলেও ইয়ামাল-রাফিনিয়ার দুর্দান্ত রসায়নে লা লিগা শিরোপা পুনরুদ্ধার করে বার্সেলোনা।

এছাড়া রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতে নেয় তারা।

এএইচ