মাত্র ১৭ বছর বয়সেই নিজের দল ও প্রতিপক্ষের জন্য "এক্স" ফ্যাক্টর হিসেবে আবির্ভূত হয়েছেন লামিন ইয়ামাল। প্রতিদ্বন্দী ক্লাবে খেললেও ইয়ামালের প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টিয়ানো রোনালদো। বলেছেন ব্যালন ডি অ'র সম্ভাবনার কথাও।
পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, ‘এই ছেলেটা (লামিন ইয়ামাল) সত্যিই মেধাবী। কিন্তু ওকে চাপপ্রয়োগ করা ঠিক হবে না। সে তার মতো করে খেলুক। তার প্রতিভার কোনো কমতি নেই। সে এবার ব্যালন ডি অর জিততে পারে। আগামী ৫-৬ বছরও সে এটার জন্য লড়াই করতে পারবে।’
ইয়ামালের মধ্যে মেসির ছায়া দেখেন অনেকেই। খেলোয়াড়ি জীবনে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দী মেসিকে দারুণ অনুভূতি কথা জানিয়েছেন রোনালদো। দাবি করেছেন মেসির ইংরেজি অনুবাদক হিসেবেও কাজ করেছেন তিনি।
ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, ‘(লিওনেল) মেসির প্রতি আমার গভীর অনুরাগ আছে। আমরা দীর্ঘ ১৫ বছর শ্রেষ্ঠত্বের মঞ্চ শেয়ার করেছি। আমি জানি না সে এখন ভালো ইংরেজি বলতে পারে কি না। তবে আগে বিভিন্ন অনুষ্ঠানে ওকে আমি ইংরেজি অনুবাদ করে দিতাম। সে সবসময়ই আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে।’
ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে পড়া আল-নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেননি ক্রিস্টিয়ানো রোনালদো। অন্যদিকে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো মন্তব্যে দুই-ই চার মিলিয়ে ক্লাব বিশ্বকাপে পর্তুগিজ এই তারকা খেলতে পারেন এমন গুঞ্জন জোরালো হচ্ছিলো। তবে সেই গুঞ্জনে জল ঢেলে দিয়েছেন রোনালদো নিজেই।
রোনালদো বলেন, আমি প্রতিটা দিন উপভোগ করতে চাই। আমি হয়তো আর বেশিদিন খেলবো না। কিন্তু এ সময়টা আমি উপভোগ করছি। অবসরের জন্য এখনো কোনো দিন ঠিক করিনি। যেদিন খেলাটা ভালো লাগবে না সেদিনই ছেড়ে দিবো। আমি ক্লাব বিশ্বকাপে থাকছি না। কয়েকটি ক্লাব আমার সঙ্গে যোগাযোগ করেছে এটা সত্যি। তবে দীর্ঘমেয়াদে চিন্তা করতে হবে। সব সুযোগই লুফে নিতে হবে এমন তো কোনো কথা নেই।
পাঁচ বারের ব্যালন ডি অ'র জয়ী সি আর সেভেনের কথায় স্পষ্ট তাদের সময় হয়ে এসেছে স্মৃতিচারণের.। এবার গল্প লেখার পালা ইয়ামালদের।