অন্যদিকে ম্যাচে অতিরিক্ত সময়ক্ষেপণের কারণ প্রকাশ এবং অতি উৎসাহী দর্শকদের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে, বাংলাদেশের ফুটবলকে ভালো একটা জায়গায় আনা, সেটা আমরা করতে পেরেছি। আমি অভিনন্দন জানাই সিঙ্গাপুর দলকে এবং অবশ্যই অভিনন্দন জানাই আমাদের বাংলাদেশ দলকেও। তারা অনেক চেষ্টা করেছে, আমি খুবই ইমপ্রেসড।’
তিনি আরো বলেন, ‘আমরা বলেছিলাম, আমরা চেষ্টা করবো দর্শকদের একটা ভালো পরিবেশ দেয়ার জন্য। সেটা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানাই। তবে কিছু ভক্তরা ইচ্ছাকৃতভাবে চেষ্টা করেছে পরিবেশটা নষ্ট করার জন্য।’