সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হার, ক্যাবরেরাকে অপসারণের দাবি

গণমাধ্যমের সাথে আয়োজিত মিট দ্যা প্রেস
ফুটবল
এখন মাঠে
0

এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হারায় কোচ অপসারণের দাবি উঠে। দেশের ফুটবলের সাম্প্রতিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সাথে মিট দ্য প্রেস আয়োজনে এমন দাবি জানান নির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন শাহীন।

এর পরিপ্রেক্ষিতে অবশ্য বাফুফের অবস্থান পরিষ্কার করেন ফেডারেশনের সভাপতি। এদিকে ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে কর কমানোর পাশাপাশি বাজেট বাড়ানোর দাবি জানিয়েছেন ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য ভিন্ন একটি আয়োজন এটি। বিগত বছরগুলোতে যেখানে বাফুফে কার্যনির্বাহী পরিষদের ছিল গণমাধ্যমে লুকোচুরি। তার ঠিক উল্টো পথে হাঁটলেন নতুন সভাপতি তাবিথ আউয়াল। স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গা বজায় রাখতে আগামীতেও এমন আয়োজন করার আশা তাবিথ আউয়ালের।

সাম্প্রতিক কার্যক্রম, পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেছে ফুটবল ফেডারেশন। স্বাভাবিকভাবেই হয়েছে সদ্য শেষ হওয়া বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের ফলাফল নিয়েও আলোচনা।

অনুষ্ঠানে জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে হ্যাভিয়ের ক্যাবরেরার অপসারণের দাবি উঠেছে বাফুফে নির্বাহী কমিটি থেকেই। দাবির প্রেক্ষিতে উত্তর দেন তাবিথ আউয়ালও।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য সাখাওয়াত হোসেন শাহিন বলেন, ‘আমি ১৮ কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য ক্যাবরেরার পদত্যাগ দাবি করছি।’

ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘সেটার একটা প্রক্রিয়া আছে। যেটা আমার অ্যাটেনডেন্স কমিটি রিভিউ করবে। রিভিউ এর সাথে একটা অ্যাসেসমেন্ট হবে। সেই রিভিউ অ্যাসেসমেন্ট এর সাথে সবাই জড়িত।’

দেশের সাম্প্রতিক ফুটবল ইতিহাসে সিঙ্গাপুর ম্যাচ ছিল সবচেয়ে বড় আয়োজন। সেখানে অনলাইন টিকিটিং নিয়ে দর্শকদের ক্ষোভ ছিল। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর উত্তর দিয়েছেন সভাপতি।

তাবিথ আউয়াল বলেন, ‘আমাদের কিন্তু এনএসি থেকে কিছু রুলস মেনে চলতে হয়। আপনারা যখন লেখালেখি করেন তখন আমাদের ও সুবিধা হয় কর্তৃপক্ষকে এটা বুঝানোর জন্য যে এটা আমাদের কথা না, জনগণের কথা।’

সম্প্রতি ঘোষণা হয়েছে জাতীয় বাজেট। ভবিষ্যতে করা কমানোসহ ক্রীড়া ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন বাফুফে বস। তিনি বলেন, ‘আগামী বাজেট অধিবেশনের সময় যেন স্পোর্টস ইকুইপমেন্টের উপর ৩৬ শতাংশ কর মওকুফ করা হয়।’

ইএ