সেখানে তারা তাদের দায়িত্ব নেয়ার পর সকল কাজ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও তুলে ধরেন। একই সাথে ক্রীড়া সামগ্রীর উপর আরোপিত কর কমানোর আহ্বান জানান তিনি।
এছাড়াও পরবর্তী ছয় মাসের মধ্যেই জাতীয় দল ও বয়সভিত্তিকে আরো বেশি স্পন্সর আনার পরিকল্পনা বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিমের।
এদিকে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে হেরে পূর্ণ তিন পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ।
যে কারণে সংবাদ সম্মেলনে জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অপসারণের দাবি জানিয়েছেন বাফুফে নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন শাহীন।