ক্লাব বিশ্বকাপের নকআউটে বায়ার্ন মিউনিখ

বায়ার্ন মিউনিখের খেলোয়াড়রা
ফুটবল
এখন মাঠে
0

মাইকেল ওলিসের শেষ সময়ের গোলে ক্লাব বিশ্বকাপের নকআউটে পা রাখলো বায়ার্ন মিউনিখ। আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের বিপক্ষে ২-১ গোলে জিতেছে জার্মান ক্লাবটি।

এক ম্যাচ হাতে রেখেই ‘সি’ গ্রুপে টানা দ্বিতীয় জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে নাম লিখিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। হার্ড রক স্টেডিয়ামে ১৮ মিনিটের মাথায় হ্যারি কেনের দুর্দান্ত ফিনিশিংয়ে এগিয়ে যায় বায়ার্ন।

৬৬ মিনিটে একক প্রচেষ্টায় বোকা জুনিয়র্সকে লড়াইয়ে ফেরান মিগুয়েল মেরেনটিয়েল। তবে শেষ পর্যন্ত সমতা ধরে রাখতে পারেনি বোকা। ৮৪ মিনিটে বায়ার্নের জয়সূচক গোলটি করেন ওলিসে।

বোকা জুনিয়র্সের অবশ্য এখনও নকআউটে যাওয়ার সুযোগ আছে। শেষ ম্যাচে তাদের বড় ব্যবধানে হারাতে হবে অকল্যান্ড সিটিকে, অন্যদিকে বায়ার্নের কাছে হারতে হবে বেনফিকাকে।

এসএস