পালমেইরাসের সঙ্গে ইন্টার মায়ামির ড্র

পালমেইরাস ও ইন্টার মায়ামির ম্যাচের একটি মুহূর্ত
ফুটবল
এখন মাঠে
0

পালমেইরাসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটে লুইস সুয়ারেজের অ্যাসিস্টে ১ম গোলের দেখা পান এলেন্ডে। ১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় মেসির মায়ামি।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় পালমেইরাস। ৬৫ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ব্যবধান ২-০ করে মায়ামি। শেষ ১০ মিনিটে ঘুরে দাঁড়ায় পালমেইরাস।

৮০ মিনিটে অ্যালানের এসিস্টে ব্যবধান ২-১ করেন পাউলিনহো। ৮৭ মিনিটে সমতাসূচক গোল করেন মাউরিসিও। শেষ পর্যন্ত ২-২ গোলে শেষ হয় ম্যাচ।

৩ ম্যাচে ১ জয় ও ২ ড্রয়ে টেবিল টপার পালমেইরাস। গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুইয়ে পাল ইন্টার মায়ামি।

এএইচ