আল-নাসরের সঙ্গে আরো দুই বছরের চুক্তি রোনালদোর

ক্রিশ্চিয়ানো রোনালদো
ফুটবল
এখন মাঠে
0

সম্প্রতি সৌদি লিগের ক্লাব আল-নাসরের সঙ্গে আরো দুই বছরের চুক্তি নবায়ন করেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ফলে ৪২ বছর বয়স পার করেও ক্লাবটির জার্সিতে খেলতে দেখা যাবে তাকে। আর চুক্তির পর সৌদি লিগকে বিশ্বের সেরা পাঁচ লিগের একটি বলে দাবি করেছেন এই তারকা।

একবিংশ শতাব্দীর অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রায় বিশ বছর ইউরোপের মাঠ দাপিয়ে সিআর সেভেন আলো ছড়াচ্ছেন মরুর দেশ সৌদি আরবে। তার পদাঙ্ক অনুসরণ করেই কারিম বেনজেমা, সাদিও মানেরা গেছেন সৌদি প্রো লিগে।

বছর দুয়েক আগে ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছিলেন, সৌদি প্রো লিগ বিশ্বের শীর্ষ ৫ লিগের মধ্যে জায়গা করে নেবে। সম্প্রতি চুক্তি নবায়নের পর সৌদি লিগ নিয়ে নানা প্রশংসা তিনি করেছেন। এমনকি ফরাসি লিগের চেয়ে এগিয়ে রেখেছেন এই লিগকে।

২০২৩ সাল ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাসরের নাম লেখানোর পর সৌদি ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১১ ম্যাচে ৯৯ গোল করেছেন রোনালদো। তবে এখনও কোনো ট্রফি জিততে পারেননি। তবে তার বিশ্বাস, ট্রফিও ধরা দেবে সামনের সময়টায়।

আল নাসরে চুক্তি নবায়নের আগে বিভিন্ন ক্লাবে রোনালদোর যাওয়া সম্ভাবনা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে সেগুলোকে নিছক উড়ো খবর প্রমাণ করে থেকে গেছেন রোনালদো। আর এখানে প্রভাব ফেলেছে বিশ্ব আসর আয়োজনের সিদ্ধান্তও।

ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলকের কাছাকাছি রোনালদো। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে তার গোলসংখ্যা ৯৩২টি।

সেজু