গ্যালারিতে দর্শক উন্মাদনা দেখে মনে হতেই পারে মাঠ মাতাচ্ছেন ফুটবলের বড় তারকারা । যদিও মাঠে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশী যুবারা, যারা সাত সমুদ্র পেরিয়ে এসেছেন লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর এক বুক স্বপ্ন নিয়ে।
বাফুফের ভিন্নধর্মী আয়োজন ফিউচার গ্লোবাল স্টার ট্রায়ালের শেষদিন প্রীতি ম্যাচের শুরুটাও হয়েছে নতুন আঙ্গিকে। প্রথম ম্যাচ পরিচালনা করেছেন নারী রেফারিরা। দুটি প্রীতি ম্যাচই ড্র তে শেষ হলেও নজর কেড়েছেন বিতশেক চাকমাসহ বেশ কজন খেলোয়াড়।
দেশের ফুটবলের চিরায়ত সমস্যা স্ট্রাইকিং পজিশন। সে সমস্যার সমাধানের স্বপ্ন বুনছেন তরুণ তুর্কিরা।
এজাজ ফিফা বলেন, ‘আমি তাদের প্রক্রিয়ার ওপর ভরসা করি। আমি কোচের ওপর ভরসা করছি। এবং ওরা যেটা বলবে, যদি জাতীয় দলে স্ট্রাইকার বা উইঙ্গার হিসেবে চান্স দেয় আই উইল ডু ইট।’
দর্শকদের ভালোবাসায় মুগ্ধ খেলোয়াড়রা। আর মাস দুয়েক পরেই মাঠে গড়াবে অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ ফুটবল। ক্যাম্পে আসা ফুটবলারদের নজর সেদিকেই।
বাফুফের এমন উদ্যোগে উদ্বেলিত অভিভাবকরাও। বড় স্বপ্ন নিয়ে নিজেদের সন্তানের খেলা উপভোগ করতে এসেছেন অনেকে। ম্যাচ শেষে সার্টিফিকেট ও স্যুভেনির প্রদানের মাধ্যমে শেষ হয় কার্যক্রম।