ক্যারিয়ারের সব অপূর্ণতা শেষ করে ২০২৩ সালে ইউরোপের পাট চুকিয়ে চলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। রীতিমতো অপরিচিত এক ক্লাবকে দিয়েছেন শিরোপার স্বাদ।
উঠিয়ে এনেছেন বৈশ্বিক মঞ্চে। তবে এবার হয়ত সেই ইন্টার মায়ামিকেই সাময়িক বিদায় বলতে যাচ্ছেন এলএমটেন। দলবদলের বাজারে নতুন খবর, ২০২৬ বিশ্বকাপের আগে মেসি ফিরতে চান ইউরোপিয়ান ফুটবলে।
মেসির আকস্মিক দলবদলের এই আলোচনা উসকে দিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক এস্তেবান এদুল। ইএসপিএন আর্জেন্টিনায় আলাপকালে এই সাংবাদিক দাবি করেন, ২০২৬ বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে অন্তত ৬ মাস আরো প্রতিযোগিতাপূর্ণ কোনো লিগে নিজেকে দেখতে চান মেসি। এমনকি মেসির পরিবারের সঙ্গে এই বিষয়ে আলাপ হয়েছে।
বিশ্বকাপের আগে নিজের সবশেষ গ্লোবাল ইভেন্ট হিসেবে সম্প্রতি ক্লাব বিশ্বকাপে খেলেছেন মেসি। যেখানে পোর্তোর বিপক্ষে জাদুকরী এক ফ্রি কিক থাকলেও আর কোনো ম্যাচেই মেসির সহজাত খেলা দেখা যায়নি। সম্ভবত বিশ্বকাপের আগে নিজের চিরচেনা খেলার ধরণটাকে আরেকবার ঝালিয়ে নিতেই মেসির এমন সিদ্ধান্ত।
সাধারণত মেজর লিগ সকারের নিয়মিত মৌসুম শেষ হয় ফেব্রুয়ারি মাসে। প্লে-অফে কোয়ালিফাই করতে না পারলে ডিসেম্বর থেকেই খেলার বাইরে থাকবেন মেসি। একই সময়ে ইউরোপে শুরু হবে শীতকালীন দলবদল। এর ৬ মাস পরেই বিশ্বকাপ। দুইয়ে দুইয়ে ৪ মিলিয়ে মেসিকে তাই আরো একবার ইউরোপে দেখা গেলে, খুব একটা বিস্ময় থাকবে না।