জোয়াও পেদ্রোকে ষাট মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছে চেলসি

ফুটবলার জোয়াও পেদ্রো
ফুটবল
এখন মাঠে
0

ব্রাইটনের ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার জোয়াও পেদ্রোকে ষাট মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছে চেলসি। ক্লাব বিশ্বকাপের মাঝপথে দলকে আরো শক্তিশালী করতেই এমন দলবদল ইংলিশ ক্লাবটির।

ইতোমধ্যেই চেলসি আসরটির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। আগামী শনিবার তাদের প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। সেই ম্যাচ থেকেই খেলার কথা রয়েছে পেদ্রোর।

এবারের ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। এখন পর্যন্ত সর্বোচ্চ গোলের দিক থেকেও অন্য দেশের ফুটবলারদের থেকে এগিয়ে ব্রাজিলিয়ানরা।

এমনকি অংশগ্রহণ করা চার দলের মধ্যে ব্রাজিল থেকে কোয়ার্টার ফাইনাল খেলছে দুই ক্লাব।

চেলসিতে আসার আগে ব্রাইটনের জার্সিতে ৭০ ম্যাচ খেলে ৩০ গোল করেছেন পেদ্রো, আছে ১০ অ্যাসিস্ট। গোল করতে পারদর্শী এই ব্রাজিলিয়ান হতে পারেন চেলসির তুরুপের তাস।

সেজু