বাছাইপর্ব খেলা দলগুলোর মধ্যে প্রথম দল হিসবে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো মূল পর্বে জায়গা করে আফঈদা-ঋতুপর্ণারা লিখেছেন দেশের ফুটবলের নতুন ইতিহাস।
ইতিহাস গড়েও বাঁধনহারা উদযাপনে মেয়েরা মাতেনি বটে, তবে অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তির কণ্ঠে ঠিকই মিলল উচ্ছ্বাসের ছোঁয়া।
তিনি বলেন, ‘আনন্দের কথা বলে বোঝানো যাবে না। বাংলাদেশের ইতিহাসে প্রথম বাংলাদেশ মহিলা ফুটবল দল এশিয়া কাপে কোয়ালিফাই করেছে। এটা খুবই আনন্দের। আমরা গর্ব করছি আমাদের সাপোর্ট করেছে।’
প্রাথমিক লক্ষ্য তো পূরণ হয়েছে, কাপ্তানের কণ্ঠে স্বপ্নটা আরো বিস্তৃত। মার্চের এশিয়ান কাপে শীর্ষ ছয়ে থেকে ব্রাজিলে চোখ আফঈদার।
আফঈদা বলেন, ‘দলকে বিশ্বকাপের মঞ্চে দেখতে চাই। সামনে যেহেতু সুযোগটা আসছে, আমরা অবশ্যই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবো।’
ঐতিহাসিক অর্জনের পরও এখনো দল উদযাপন করেনি। মিয়ানমারে বাছাই পর্বের শেষ ম্যাচে লাল সবুজদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। গ্রুপের দুর্বলতম দলকে নিয়েও যথেষ্ট মনোযোগী মেয়েরা। তিনে তিন করেই আফঈদারা করবেন চূড়ান্ত উদযাপন।
বাংলাদেশ নারী ফুটবল দলের গোলকিপার কোচ মাসুদ আহমেদ বলেন, ‘ম্যাচের ব্যাপারে আমাদের মেয়েরা অনেক ফোকাসড। আমরা যারা টেকনিক্যাল টিমে আছি আমরাও বলছি টুর্নামেন্ট শেষ হয়নি এখনো। আমরা যেহেতু উদযাপন করিনি। জয় দিয়েই আমরা উদযাপনটা করতে চাই।’