ম্যাচের ২০ মিনিটে পেনাল্টি পেলে নিজের ট্রেডমার্ক ভঙ্গিতে শট নিয়ে গোল আদায় করেন সান্তোস তারকা। এরপর ম্যাচের ৩২ মিনিটে নেইমারের সহায়তায় গোল করেন গিলারমি। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সান্তোস।
বিরতির সময়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নেইমার। প্রীতি ম্যাচে গোল পাওয়া ফর্মে ফেরাকে সহজ করবে এমনটাই জানান ব্রাজিল ফুটবলের পোস্টার বয়।
বিরতির পর মারিয়ানোর গোলে ম্যাচে ফেরার আভাস দেয় দেসপোর্তিভা। তবে ম্যাচের ৭৬ মিনিটে ডিয়েগো পিটোকা গোল করলে ব্যবধান আবারও দ্বিগুণ হয় সান্তোসের। এরপর আর কোনো গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমারের ক্লাব।