জেতাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে আফঈদা, স্বপ্নারা। কি জাতীয় দল, কি বয়সভিত্তিক, সবখানেই অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলা বাংলার নারী ফুটবলারদের জয়জয়কার।
চলতি অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা আর নেপালের পর এবার ভুটানকে হারানোর ছক কষছে পিটার বাটলারের শিষ্যরা। তবে দুর্দান্ত পারফর্ম করে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করা সাগরিকাকে পাচ্ছেন না কোচ পিটার বাটলার। নেপাল ম্যাচে লাল কার্ড দেখা ফরোয়ার্ড সাগরিকাকে ছাড়াই একাদশ সাজাতে হচ্ছে ইংলিশ এই কোচকে।
নেপাল ম্যাচের মতো এবারও মাঠের অনুশীলনের চেয়ে খেলোয়াড়দের রিকভারি সেশনে বেশি মনোযোগ পিটার বাটলারের।
বাংলাদেশ অনূর্ধ্ব ২০ ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘দলের পরিস্থিতি ভালো। ছোট ইনজুরি আছে সেটা থাকবেই স্বাভাবিক। ম্যাচ খেললে একটু ইনজুরি হয়। সব মিলিয়ে ভালো।’
শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারানো এবং নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের পর অপ্রতিরোধ্য বাংলাদেশকে থামাতে পারবে কি ভুটান? ম্যাচের আগে পরিসংখ্যান দেখলে অবশ্য বাংলাদেশের পক্ষে যাবে খেলার ফলাফল। ২০২৩ সালে একবার ভুটানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল বাংলাদেশ। সেবার বাংলাদেশের মেয়েরা শিড়দাড়া সোজা করে দাঁড়াতে দেয়নি ভুটানকে। এবারও একই পরিকল্পনা স্বাগতিকদের।
বাংলাদেশ অনূর্ধ্ব ২০ ফুটবল দলের ম্যানেজার মাহমুদা আক্তার বলেন, ‘যেহেতু আমাদের আরও ৪টি ম্যাচ আছে। সামনের ম্যাচগুলো ভালো কিছু করে জিতে আসে সেই লক্ষ্য নিয়ে আগাচ্ছি।’
শ্রীলঙ্কা-নেপালের পর ভুটানকে হারিয়ে বিজয়ের কেতন উড়িয়ে শিরোপার দিকে এগিয়ে যাওয়ার পথে, সব বাধা পেরোতেই বদ্ধপরিকর স্বপ্না, উমেলাহরা।