নতুন চুক্তি অনুযায়ী, ২০৩১ সাল পর্যন্ত বার্সায় থাকছেন এ বিস্ময় বালক। গত মে মাসে চুক্তি হলেও সেটা প্রকাশ করা হয়নি। তবে এবার জার্সি প্রদর্শনের পাশাপাশি সেই চুক্তিও অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে।
লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর ১০ নম্বর জার্সিটি দেয়া হয়েছিল আনসু ফাতিকে। তবে ইনজুরি সমস্যায় বার্সার একাদশে নিয়মিত ছিলেন না এ স্প্যানিশ ফুটবলার। ফলে ১০ নম্বর জার্সির গৌরব ধরে রাখতে ব্যর্থ হন তিনি।
ফাতি বার্সা থেকে ধারে মোনাকোতে যোগ দেয়ায় অপেক্ষায় থাকা ইয়ামাল পেলেন এ আইকনিক জার্সি। এর আগে, ম্যারাডোনা, লিওনেল মেসি, রোনালদিনহো, রিভালদো, রোমারিও, পেপ গার্দিওলাদের মতো কিংবদন্তিরা এ জার্সি গায়ে জড়িয়েছিলেন।