ম্যাচের ১৪ মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে ফ্লোরিডার ক্লাবটি। তবে ম্যাচের ২৪ মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে গোল করে মিয়ামিকে সমতায় ফেরান জর্দি আলবা।
২৭ মিনিটের মাথায় দলকে লিড এনে দেন তেলাসকো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজের জোড়া গোল পূরণ করেন এ মিডফিল্ডার। এতে ৩-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ইন্টার মিয়ামি।
বিরতি থেকে ফিরেই শুরু হয় মেসি ম্যাজিক। ম্যাচের ৬০ মিনিটে গোল করে দলকে ৪-১ এ এগিয়ে দেন মেসি। এরপর ৭৫ মিনিটে গোল করে নিজের জোড়া গোল পূরণ করেন মিয়ামি অধিনায়ক। শেষে ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি।