চার জাতি টুর্নামেন্টে ছয় ম্যাচ। তাতেই নির্ধারণ হবে অনূর্ধ্ব-২০ পর্যায়ে দক্ষিণ এশিয়ান নারী ফুটবলের শ্রেষ্ঠত্ব। সবদলেরই প্রথম পাঁচ ম্যাচ শেষ। আর শেষ দিনের লড়াইটাই রূপ নিয়েছে ফাইনালের। আজ (সোমবার, ২১ জুলাই) সন্ধ্যায় যেখানে বাংলাদেশের মেয়েদের মুখোমুখি নেপাল নারী দল। এই ম্যাচে অন্তত ড্র করলেই শিরোপা উৎসব করবে পিটার বাটলারের শিষ্যরা। তবে হেরে গেলেই আছে সমীকরণ আর হিসেবের মারপ্যাঁচ।
নেপালের বিপক্ষে ম্যাচে জয় পেলে ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশ হবে চ্যাম্পিয়ন। ড্র করলেও ১৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশই পাবে শ্রেষ্ঠত্ব। কিন্তু ম্যাচ হেরে গেলেই আছে বিপত্তি। পিটার বাটলারের দলকে অন্তত দুই গোলের ব্যবধানে হারালে চ্যাম্পিয়ন হবে নেপাল। দুই দলের সমান ১৫ পয়েন্ট থাকলেও মুখোমুখি দেখায় বেশি গোল থাকায় নেপাল পাবে শিরোপা। এমনকি এক গোলে ম্যাচ জিতলেও নেপালই পাবে শ্রেষ্ঠত্ব।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগের দিন অবশ্য অনুশীলনে ছিল না বাংলাদেশের মেয়েরা। রিকোভারি সেশন দিয়েই ম্যাচের আগের দিন নিজেদের চাঙ্গা রেখেছে দল। তবে এরপরেও নেপালের বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশ শিরোপা উৎসব করবে, এমন প্রত্যাশা নারী দলের ম্যানেজার মাহমুদ আক্তারের।
তিনি বলেন, ‘ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ নেপাল-বাংলাদেশ, বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই উত্তেজনা থাকে। আশা করছি যেভাবে ভালোটা দিয়ে শুরু করেছি শেষটাও ওভাবে ভালো করবো। ভালো আরেকটা ম্যাচ দেশবাসীকে উপহার দিতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশের প্রেরণা হতে পারে দুই দলের সবশেষ ম্যাচটা। যেখানে নেপালকে শেষ সময়ের গোলে ৩-২ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। আর পিটার বাটলার শেষ ম্যাচে পূর্ণশক্তির দল পাচ্ছেন, সেটাও একপ্রকার নিশ্চিতই বলা চলে। দেশের নারী ফুটবলের সাম্প্রতিক সাফল্যের দিনলিপিতে তাই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পাওয়ার গল্পটাও লেখা হতে পারে নেপাল ম্যাচের পর।