সিঙ্গাপুর ম্যাচে খেলা দেরিতে শুরুর কারণে বাফুফেকে এএফসির জরিমানা

বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
ফুটবল
এখন মাঠে
0

সিঙ্গাপুর ম্যাচে খেলা দেরিতে শুরুর কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জরিমানা করেছে এশিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এএফসি। আগামী এক মাসের মাঝে এই জরিমানার অর্থ পরিশোধ করতে হবে বাফুফেকে।

এএফসির সবশেষ ডিসিপ্লিনারি কমিটির সভায় বলা হয়, সিঙ্গাপুরের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলা শুরু করতে দুই মিনিট দেরি করায় বাংলাদেশের বিপক্ষে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

যার শাস্তি হিসেবে বাংলাদেশকে এক হাজার ৫০০ মার্কিন ডলার জরিমানা করা হয়। টাকার অঙ্কে জরিমানার পরিমাণ প্রায় দুই লাখ টাকা।

শাস্তির পাশাপাশি বাফুফের প্রতি সতর্ক বার্তাও দিয়ে রেখেছে এএফসি। ভবিষ্যতে কোনো ম্যাচে বিলম্ব হলে আরও কঠোর শাস্তি আসবে বলে জানিয়ে রেখেছে এএফসি।

এসএস