বসুন্ধরা কিংসের হয়ে খেলতে চলতি সপ্তাহে বাংলাদেশে আসবেন কিউবা মিচেল

ফুটবলার কিউবা মিচেল
ফুটবল
এখন মাঠে
0

বসুন্ধরা কিংসের হয়ে খেলতে চলতি সপ্তাহে বাংলাদেশে আসবেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। এমনটাই জানিয়েছেন ক্লাবের সভাপতি ইমরুল হাসান। লিগ শিরোপা পুনরুদ্ধার এবং এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো করতে কিউবার সঙ্গে দেশি এবং বিদেশি ফুটবলারদের জন্য ব্রাজিলিয়ান কোচ নিয়োগ দিয়েছে বসুন্ধরা কিংস।

দেশের ফুটবলে এসেছে নতুন জোয়ার। প্রাণ ফিরে পেয়েছে মৃতপ্রায় খেলাটি। এই আমূল পরিবর্তনের অন্যতম কাণ্ডারি প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, শমিত সোমরা। লাল সবুজের জার্সিতে ফাহমিদুল, শমিত সোমদের অভিষেক হলেও এখনও অপেক্ষায় আছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত তরুণ ফুটবলার কিউবা মিচেল।

এবার চলতি সপ্তাহেই দেশে আসবেন বাংলাদেশি বংশোদ্ভুত কিউবা। তবে জাতীয় দলের জার্সিতে খেলতে নয় দেশের নামিদামি ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে মাঠ মাতাবেন এই ১৯ বছর বয়সী ফুটবলার। মূলত প্রিমিয়ার লিগ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগকে সামনে রেখেই কিউবাকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস।

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘কিউবা মিচেলের সাথে আমরা চুক্তি করেছি সেটা আপাতত আমরা তিন বছরের জন্য করেছি। যেহেতু আমাদের ১২ তারিখে ম্যাচ আছে সেখানে খেলানোর। যদি কোচ তাকে উপযুক্ত মনে করে তাহলে তাকে খেলাবে।’

ইংল্যান্ডের সান্ডারল্যান্ড অনূর্ধ্ব২১ দলের ফুটবলার কিউবা। ২০২৪ সালের ৪ জুলাই তিনি ক্লাবের সাথে তার প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেন। তবে চলতি বছরের ১ জুলাই সান্ডারল্যান্ডের সঙ্গে কিউবার চুক্তি শেষ হওয়ায় সে সুযোগ লুফে নিয়েছে দেশের ঘরোয়া লিগের শীর্ষ এই ক্লাব বসুন্ধরা কিংস।

তাতে অবশ্য কিউবার লোকসানের থেকে লাভের অঙ্কটাই বেশি। বসুন্ধরার সঙ্গে চুক্তিতে বছরে ১ কোটির বেশি টাকা অ্যাকাউন্টে ঢুকবে কিউবার।

ইমরুল হাসান বলেন, ‘এএফসি যে স্লট সেটা আমরা হঠাৎ করেই পেয়ে গিয়েছি কারণ আমরা লিগে তৃতীয় হয়েছি। আমাদের পূর্ব প্রস্তুতি তেমন ছিল না। এই স্বল্প সময়ে নতুন কাউকে দলে নিয়ে রিস্ক নিতে চাইনি।’

দেশের ঘরোয়া লিগে আসন্ন মৌসুমে সর্বত্র সাফল্যে এবার বদ্ধ পরিকর কিংস। যে কারণে ডরিয়েলটন ,রাফায়েল অগুস্তার মতো ৪ বিদেশি ফুটবলার থাকছে কিংসের স্কোয়াডে। এছাড়া শাহরিয়ার ইমন,তানভীরদের মতো দেশি ফুটবলারের দারুণ সমন্বয়ে দারুণ দল গড়েছে দেশের শীর্ষ ক্লাবটি বলে মনে করেন ইমরুল হাসান।

নতুন মৌসুমে দলের ফুটবলারদের নেতৃত্বে ইউরোপের থেকে ব্রাজিলে গেছে বসুন্ধরা কিংস। লিগ শিরোপা পুনরুদ্ধারে কোচ ফারিয়াসের উপর ভরসা রাখছে ক্লাবটি। তবে আসন্ন মৌসুমে সার্কভুক্ত দেশের কোনো ফুটবলারের সঙ্গে চুক্তি করেনি ক্লাবটি।

সেজু