৮০ মিনিটে সমতায় ফেরে অ্যাটলাস। বক্সে বল পেয়ে মায়ামির দুই ডিফেন্ডারকে পরাস্ত করে স্কোরলাইন ১-১ পরিণত করেন রিভালদো লোজানো।
নির্ধারিত ও ইনজুরি সময় শেষের পথেই ছিল, তবে টানা দ্বিতীয় ম্যাচে ড্র হয়তো আক্ষেপ বাড়াতো স্বাগতিক ভক্তদের। ভাইগান্ট ওপরে উঠে বল চালাচালি করেন কয়েকজনের সঙ্গে, শেষে আবারও শেষ গোলের মতোই মেসি বক্সে ঢুকে বল বাড়ান।
শেষমেশ মায়ামি ডিফেন্ডার দ্রুতগতির শটে ২-১ গোলে জয় নিশ্চিত করেন। এই ম্যাচ দিয়ে মায়ামির হয়ে অভিষেক হয়েছে ডি পলের।