২০৩০ পর্যন্ত কাতালান ক্লাবেই থাকছেন জুল কুন্দের

ফরাসি ডিফেন্ডার জুল কুন্দের
ফুটবল
এখন মাঠে
0

বার্সেলোনায় কুন্দের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। তিন বছর বাড়িয়ে ২০৩০ পর্যন্ত কাতালান ক্লাবটিতেই থাকছেন ফরাসি ডিফেন্ডার। চুক্তির মেয়াদ বাকি দুই বছর। তবে পারফরমেন্সের পুরস্কার প্রাপ্যই ছিল জুল কুন্দের।

ধারাবাহিক পারফরম্যান্সে দলের প্রথম পছন্দের রাইট ব্যাক হয়ে উঠেছেন ২৬ বছর বয়সী ফুটবলার।

২০২২ সালে জাভি হার্নান্দেসের হাত ধরে বার্সেলোনায় পা রাখেন তিনি। ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪১ ম্যাচে রক্ষণ সামলানোর পাশাপাশি গোল করেছেন ৭টি, সহায়তা করেছেন ১৮টিতে।

ক্লাবের হয়ে জিতেছেন দুটি লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে। লা লিগার মৌসুম সেরা দলে জায়গা পেয়েছেন তিনবার।

সেজু