তবে এ অর্ধেও ভালো খেলেন রোনালদো। তার দূরপাল্লার শট তুলুজের পোস্টকে চোখ রাঙিয়েছে একাধিকবার। গত মৌসুমে আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করেন রোনালদো।
নতুন চুক্তিতে আল নাসরে ২০২৬-২৭ পর্যন্ত থাকবেন তিনি। ক্লাবটির হয়ে এখনো বড় কোনো শিরোপা জিততে না পারার আক্ষেপ মেটাতে প্রস্তুত সিআরসেভেন।
রোববার আলমেরিয়ার মুখোমুখি হবে আল নাসর। ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের মুখোমুখি হয়ে নতুন মৌসুম শুরু করবে আল নাসর।