বাকি ছিল লিগস কাপ, এবার সেখানেও টেকনিক্যাল এরিয়ায় ঢোকা নিষিদ্ধ হয়ে গেল ইয়াসিনের। গত বুধবার ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ইন্টার মায়ামি মুখোমুখি হয়েছিল ক্লাব অ্যাটলাসের।
ওই ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের কথোপকথনের মাঝে বাধা হয়ে দাঁড়ান ইয়াসিন। যা নিয়ে অ্যাটলাসের এক খেলোয়াড় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগের ভিত্তিতে নিষেধাজ্ঞার পথে হাঁটল লিগস কাপ কর্তৃপক্ষ।
লিগস কাপ ২০২৫ টুর্নামেন্টের নীতিমালা অনুসারে, ডিসিপ্লিনারি কমিটি তাকে চলতি বছর প্রতিযোগিতার বাকি অংশ থেকে নিষেধাজ্ঞা দিচ্ছে। ওই সময়ে তিনি আর টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ করতে পারবেন না এবং ইন্টার মায়ামির ওপরও অপ্রকাশ্য জরিমানা আরোপ করা হয়েছে।