যৌন নিপীড়ন: ১৫ বছরের সাজা হতে পারে আশরাফ হাকিমির

ফুটবলার আশরাফ হাকিমি
ফুটবল
এখন মাঠে
0

যৌন নিপীড়নের অভিযোগে ফেঁসে যেতে পারেন মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি। ২০২৩ সালে এক নারীকে ধর্ষণের অভিযোগে পিএসজি তারকাকে বিচারের দাবি তুলেছেন ফরাসি প্রসিকিউটররা। ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে ১৫ বছরের সাজা হতে পারে তার।

তদন্তকারী বিচারকের চূড়ান্ত সিদ্ধান্তের পরই নির্ধারিত হবে হাকিমির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া।

২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে প্যারিসের বাসায় ২৪ বছর বয়সী এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।

অভিযোগকারীর দাবি, তার সম্মতি ছাড়াই হাকিমি তাকে স্পর্শ করেন এবং ঘনিষ্ঠ হন। ঘটনার পর তিনি একজন বন্ধুকে বার্তা পাঠিয়ে সহায়তা চান এবং পরদিন পুলিশকে অবহিত করেন।

সে বছর বিষয়টি ৩ মার্চ ফ্রান্সের 'ফরমাল ইনভেস্টিগেশন'-এর আওতায় আনা হয়, যা মূলত অভিযোগ গঠনের প্রথম ধাপ হিসেবে বিবেচিত।

অবশ্য বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এসেছেন মরক্কো তারকা এবং দাবি করেছেন, পুরো ঘটনাটি ছিল পারস্পরিক সম্মতিতে।

সেজু