কোপা আমেরিকার শিরোপা ব্রাজিলের মেয়েদের ঘরে

জয় উদযাপনে ব্রাজিলের নারী ফুটবল দল
ফুটবল
এখন মাঠে
1

কলোম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতল ব্রাজিলের মেয়েরা। শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় পেয়েছে তারা। এই জয়ের কল্যাণে ১০ আসরের ৯টির শিরোপাই এখন ব্রাজিলের মেয়েদের কাছে।

ম্যাচটিতে তিনবার পিছিয়ে পড়েও ফিরেছে ব্রাজিল। ম্যাচের ২৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন কলোম্বিয়ার লিনদা কাইসেদো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টিতে গোল করে ১-১ গোলের সমতায় বিরতিতে যায় ব্রাজিল।

বিরতি থেকে ফিরে ৬৯ মিনিটে আত্মঘাতী গোল করে আবারও পিছিয়ে পড়ে ব্রাজিলের মেয়েরা। এরপর ম্যাচের ৮০ মিনিটে গোল করে দলকে পুনরায় সমতায় ফেরান ব্রাজিলের আমানদা।

৮৮ মিনিটে আবারও পিছিয়ে পড়ে ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধ্বের যোগ করা সময়ে গোল করে ব্রাজিলকে বাঁচান কিংবদন্দি মার্তা।

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ১০৫ মিনিটে আবারও গোল করে লিড এনে দেন মার্তা। তবে ১১৫ মিনিটে গোল খেয়ে লিড হারায় ব্রাজিল।

সেজু