রোনালদোর জোড়া গোলেও জিততে পারেনি আল নাসর

গোল দেয়ার পর উদযাপনে রোনালদো
ফুটবল
এখন মাঠে
0

নতুন মৌসুম শুরুর আগে ব্যক্তিগত প্রস্তুতিটা দারুণ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর। আলমেরিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি। অবশ্য রোনালদোর দাপুটে পারফরম্যান্সের পরও ম্যাচটা জিততে পারেনি আল নাসর।

গতকাল (রোববার, ১০ আগস্ট) ইউডি আলমেরিয়া স্টেডিয়ামে স্বাগতিক আলমেরিয়ার কাছে ৩-২ গোলে হেরে গেছে আল নাসর। আলমেরিয়ার হয়ে জোড়া গোল করেন আদ্রি এমবারাবা। অন্য গোলটি করেন সার্জিও আরিবাস।

আল নাসরের হয়ে দুটি গোলই করেন রোনালদো। একের পর এক আক্রমণ চালানো আলমেরিয়া ষষ্ঠ মিনিটেই লিড পায়। দলকে এগিয়ে দেন সার্জিও আরিবাস। ১৭ মিনিটে আল নাসরকে সমতায় ফেরান রোনালদো।

ম্যাচের ৩৯ মিনিটে এগিয়ে যায় আল নাসর। রোনালদো নিজেই পেনাল্টি আদায় করে নেন, গোলও করেন। ৪৩ মিনিটে স্বাগতিকরা সমতায় ফেরে এমবারবার গোলে। ৬১ মিনিটে জয়সূচক গোলটাও করেন আদ্রি।

এর মধ্য দিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করল আল নাসর। আগামী ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের মুখোমুখি হবে তারা।

এসএস