এশিয়ান কাপে কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অনুশীলন
ফুটবল
এখন মাঠে
0

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ টিকিট নিশ্চিত করার কঠিন চ্যালেঞ্জ এখন বাংলাদেশের সামনে। কারণ বয়সভিত্তিক এবং জাতীয় দলে নারীদের আসর মূলপর্ব নিশ্চিতের পর বাড়তি চাপ বলছেন দলের ডিফেন্ডার শাকিল আহাদ তপু। এদিকে বাহরাইনে প্রস্তুতি ক্যাম্পসহ দলে থাকা চার বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলারের মধ্যে জায়ান আহমদে, তানিল শালিক অংশ নিলেও ফাহমিদুল ইসলাম ও কিউবা মিচেলকে নিয়ে রয়েছে শঙ্কা।

একের পর এক ইতিহাস গড়ে সাফল্যের জোয়ারে ভাসছে দেশের নারী ফুটবল দল। কী বয়সভিত্তিক কী জাতীয় দল- এশিয়ান কাপ বাছাইপর্বের মঞ্চে জয়ের গৌরব লেখার হুড়োহুড়ি নারী ফুটবলারদের। এবার পালা দেশের পুরুষ ফুটবলের।

তবে জাতীয় দল নয় অনূর্ধ্ব-২৩ দলের সামনে সুযোগ আফঈদা-সাগরিকাদের পর এশিয়ান কাপের টিকিট কেটে ইতিহাস রচনার। নারীদের এমন টানা সাফল্য একদিকে যেমন অনুপ্রেরণা যোগাচ্ছে জায়ান-তপুদের অন্যদিকে পুরুষ ফুটবলে ভালো করার চ্যালেঞ্জও রয়েছে। এমনটাই মনে করেন দলের ডিফেন্ডার শাকিল আহাদ তপু।

তিনি বলেন, ‘মেয়েরা দিনদিন উন্নতি করছে, আমরাও চেষ্টা করবো যে, কীভাবে উন্নতি করতে পারি। আমরাও আস্তে আস্তে কিন্তু ভালো একটা দিকে যাচ্ছি।’

ভিয়েতনামে আসরের প্রস্তুতি নিতে বাহরাইনে ১২ দিনের মতো ক্যাম্প করবে বাংলাদেশ। খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। তবে দলের চার বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলারের মধ্যে জায়ান আহমেদ, তানিল শালিককে সফরে নিশ্চিত করা গেলেও ইংল্যান্ড প্রবাসী খেলোয়াড় কিউবা মিচেল এবং ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের যোগ দেয়া নিয়ে রয়েছে শঙ্কা।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের ম্যানেজার শানিন হাসান বলেন, ‘ফুটবল একটা জিনিসের খেলা না যে, শুধু অ্যাটাকিং খেললেই চলবে। ফুটবলে প্রতিটি জিনিস নিয়েই কাজ করতে হয়। এরপর যে বিপক্ষ দলের সঙ্গে কেলা তাদের খেলার ওপর আমাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করবো।’

শাকিল আহাদ তপু বলেন, ‘দুইটা প্রীতি ম্যাচ খেললে আমাদের যে কমিউনিকেশন এটাও তৈরি হবে। কারণ অনেকে নতুন আসছে। ওদের সঙ্গে তো আমাদের ওইভাবে ম্যাচ খেলা হয়নি। ওইটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ হবে।’

আরও পড়ুন:

এদিকে জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে যুক্ত না থেকেও মাথা ঘামান বলে অভিযোগ রয়েছে। তবে সেই বিষয়টি পরিষ্কার করেছেন দলের কোচ সাইফুল বারী টিটু।

তিনি বলেন, ‘অক্টোবরে হংকংয়ের সঙ্গে দুইটা গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা ওই গেম মডেলটা ঠিক রাখার জন্য কাজ করছি। যেহেতু ক্যাবরেরা অনেক দিন হলেই জাতীয় দলের কাজ করছে। তার গেম মডেলটা এখানে আসা এমন কোনো অবাক হওয়ার ব্যাপার না। যেহেতু হংকংয়ের ম্যাচটা আমাদের গুরুত্ব সবচেয়ে বেশি।’

আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বাহরাইনের উদ্দেশে উড়াল দিয়েছে ফুটবলাররা। সেখান থেকে ২৬ আগস্ট দেশে ফিরে কয়েকদিনের ব্যবধানে ভিয়েতনামের ফ্লাইট ধরবে সাইফুল বারী টিটুর শিষ্যরা।

এসএস