সপ্তাহ দুই আগে চোট পেয়ে ইন্টার মায়ামি থেকে ছিটকে যান দলটির অধিনায়ক লিওনেল মেসি। ধারণা করা হচ্ছিল কমপক্ষে চার সপ্তাহ মাঠের বাইরে থাকবেন এ আর্জেন্টাইন। যা হলে টানা ৫ ম্যাচ মিস করতে হতো লিওকে। তবে সুখবর হলো মেসি ফিরছেন আবারও। তিনি এখন ইনজুরিমুক্ত।
বুধবার (১৩ আগস্ট) থেকে দলের সাথে পুরোদমে অনুশীলনে যোগ দিয়েছেন লিওনেল মেসি। রোববার ভোরের ম্যাচে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে মাঠে নামবেন মেসি। এমনটাই জানিয়েছেন দলটির কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো।
লিগস কাপের ম্যাচে নেকাক্সার বিপক্ষে গত ২ আগস্ট হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি। সেই ম্যাচের শুরুতেই তাকে মাঠ থেকে তুলে নিয়েছিলেন ইন্টার মিয়ামি কোচ। তখন মাসখানেক মাঠের বাইরে থাকতে হবে বলা হলেও মেসি খুব দ্রুত সেরে উঠছেন।
আরও পড়ুন:
লিওনেল মেসির এমন ফেরা অবশ্য ইন্টার মিয়ামির জন্য আশীর্বাদই হবে। কারণ, গত সপ্তাহে মেসি বিহীন দলটি অরল্যান্ডো সিটির কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে বসে। মেসিকে নিয়ে এই ম্যাচটি তাই জিততে চাইবে মায়ামি।
আটবারের ব্যালন ডি'অর জয়ী তারকা এই মৌসুমেও আছেন দারুণ ছন্দে। এখন পর্যন্ত ১৮ ম্যাচে তার গোল ১৮টি, যা এবারের মৌসুমে মেজর লিগ সহকারে সর্বোচ্চ। সতীর্থদের দিয়ে করিয়েছেন ৯ গোল।
২৩ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে টেবিলের ৬ নম্বরে রয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচ জিতলে অবশ্য তিন নম্বরে উঠে যাওয়ার সুযোগ থাকবে মেসিদের। ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরে ফিলাডেলফিয়া ইউনিয়ন। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে সিনসিনাটি।