লিগ শুরুর আগেই বড় বিতর্ক। স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের খেলা শুরু হলেও সেই বিতর্ক থেকে মেলেনি মুক্তি। নিজেদের কঠিন স্যালারি ক্যাপ নীতি দিয়ে ফুটবল ক্লাবগুলোকেই যেন বিপদের মুখে ঠেলে দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ।
যে কারণে বার্সেলোনা, লেভান্তে, সেভিয়াসহ একাধিক ক্লাব পার করছে বড় রকমের দুঃসময়। এমনকি মাঠে নামার ২৪ ঘণ্টা আগেও ২৩ জনের পূর্ণাঙ্গ স্কোয়াড পূরণ করতে পারেনি অনেক ক্লাবই।
মৌসুম শুরুর আগে সবচেয়ে বেশি আলোচনায় ছিল লেভান্তে। আলাভেসের বিপক্ষে প্রথম ম্যাচের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত কেবল ৩ জন খেলোয়াড়কে নিবন্ধন করতে পেরেছিল পূর্ব স্পেনের ক্লাবটি।
আরও পড়ুন:
শেষ খবর পাওয়া পর্যন্ত, মোটে ১৬ জন খেলোয়াড়ের নিবন্ধন সম্পন্ন করতে পেরেছে দলটি। দলে নেই কোনো বিকল্প গোলরক্ষক। এমনকি দলবদলের মৌসুমে নতুন করে চার ফুটবলারকে সাইন করেছিল লেভান্তে। তাদেরকেও পাওয়া যায়নি স্কোয়াডে।
লা লিগার বর্তমান এ নীতির কারণে বিগত কয়েক বছর ধরেই বড় রকমের আর্থিক জটিলতায় আটকে ছিল লিগের অন্যতম শীর্ষ ক্লাব বার্সেলোনা। বিগত মৌসুমে পাবলো গাভিকে নিয়ে বেশ ঝক্কি পোহাতে হয়েছিল ক্লাব কর্তৃপক্ষকে। মুক্তি মেলেনি এবারেও।
এখন পর্যন্ত গোলরক্ষক ভয়চেখ শেজনি, ডিফেন্ডার জেরার্ড মার্টিনসহ ৭জনের নিবন্ধনের অপেক্ষায় রয়েছে বার্সা।
লা লিগার নিয়ম অনুযায়ী, ক্লাবগুলোকে খেলোয়াড় নিবন্ধনের আগে সব খেলোয়াড়ের চুক্তিপত্র জমা দিতে হয়। সেইসঙ্গে আর্থিক সক্ষমতা এবং নিজেদের আয়ের বিপরীতে নির্দিষ্ট একটি বেতনসীমা মেনে চলার বাধ্য-বাধকতা রয়েছে লিগটিতে। এমন জটিল নিয়মের জন্যই বেগ পেতে হচ্ছে লা লিগার দলগুলোকে।
স্প্যানিশ গণমাধ্যমের ভাষ্য, লিগ মাঠে গড়ালেও সব দল মিলিয়ে এখনও প্রায় শতাধিক ফুটবলারের নিবন্ধন ঝুলে আছে এমন জটিল নিয়মের কারণে।