মৌসুমের শুরুতেই বায়ার্নের ঘরে শিরোপা

শিরোপা হাতে বায়ার্ন মিউনিখ
ফুটবল
এখন মাঠে
0

মৌসুমের শুরুতেই শিরোপা জিতেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। সুপার কাপের ম্যাচে স্টুটগার্টকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।

নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল বায়ার্ন। শুরু থেকেই উপহার দিয়েছে দাপুটে ফুটবল। এর সুফল তারা পেয়ে যায় ম্যাচের ১৮ মিনিটে।

আরও পড়ুন:

দলের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। ডি-বক্সের প্রান্ত থেকে জোরালো শটে স্কোরলাইন ১-০ করেন কেইন। এরপরেই স্টুটগার্ট জোরালো আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। ১-০ স্কোরলাইন রেখেই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ম্যাচের ৭৭ মিনিটে গোল করে বায়ার্নকে ২-০ গোলের লিড এনে দেন লুইস দিয়াজ। ম্যাচের ৯৩ মিনিটে স্টুটগার্টের জেমি লেভেলিং গোল করলেও বায়ার্নের শিরোপা উৎসবে বাধা আসেনি।

সেজু