সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দু’টি প্রীতিম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে ক্যাম্প শুরু করেছে লাল-সবুজরা। কমবেশি সব দলের ফুটবলার যোগ দিলেও বসুন্ধরা কিংসের কোনো ফুটবলার যোগ দেয়নি জাতীয় দলের ক্যাম্পে। যে কারণে রোববার জরুরি মিটিং ডাকে বাফুফের জাতীয় কমিটি।
মিটিংয়ে ন্যাশনাল কমিটির অনেকে উপস্থিত থাকলেও ছিলেন না ইমরুল হাসান। আপাতত দ্বিতীয় দফায় কিংস কর্তৃপক্ষকে ফুটবলার ছাড়ার জন্য অনুরোধ করে চিঠি দেবে বাফুফে।
বাফুফে মিডিয়া কমিটির চেয়অরম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে বসুন্ধরা কিংসকে একটা চিঠি দেবো। তাদেরকে আমরা অনুরোধ করবো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্বার্থে তারা যেন ফুটবল ফেডারেশনের দিকে এগিয়ে আসে এবং আমাদের খেলোয়াড়দের ছেড়ে অনুশীলনে যোগ দেয়ার সুযোগ দেয়।’
১০ আগস্ট ফুটবলার চেয়ে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষকে চিঠি দেয় বাফুফে। তবে ইনজুরির শঙ্কা থাকায় এ মুহূর্তে ফুটবলার পাঠায়নি তারা।
আরও পড়ুন:
আমিরুল ইসলাম বাবু বলেন, ‘বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক আমাদের একটি চিঠি দিয়েছেন। সেই চিঠিতে উনি উল্লেখ করেছেন, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের সার্বিক অবস্থার কথা বিবেচনা করে খেলোয়াড়দের ছাড়তে পারবে না।’
দ্বিতীয় ধাপে যদি কিংস ফুটবলার না ছাড়ে কিংবা চিঠির উত্তর বাফুফে না পায় তাহলে ন্যাশনাল কমিটিকে নতুন করে ভাবতে হবে বলে জানান বাফুফের মিডিয়া কমিটির প্রধান।
বাফুফে মিডিয়া কমিটির চেয়অরম্যান বলেন, ‘আমরা যদি তাদের দিক থেকে সাড়া না পাই, ৩-৪ দিনের মধ্যেই আমরা আরেকটি জরুরি মিটিং ডেকে সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেবো।’
সম্প্রতি এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচের প্রিলিমিনারি রাউন্ডে মিশরের ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে মূল পর্ব নিশ্চিত করে বসুন্ধরা কিংস। সেই ম্যাচে অভিষেক হয় সান্ডারল্যান্ড থেকে আসা কিবা মিচেলের।