ইন্টার মায়ামি এগিয়ে যায় ১-০ গোলে। প্রথমার্ধে উভয় দলের আর কোনো গোল হয়নি। বিরতির পর দুই দলই আক্রমণাত্মক খেলতে থাকে। ৬৬ মিনিটে আর্জেন্টাইন ফুটবলার আনহেল কোরেয়ার গোলে সমতায় ফেরে টাইগ্রেস।
ম্যাচের ৮৬ মিনিটে বক্সের ভেতর হ্যান্ডবল হলে আবারও পেনাল্টি পায় মায়ামি। এবারও স্পট কিক নিতে আসেন সুয়ারেজ, গোল করে দলকে এনে দেন লিড। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। ইনজুরির কারণে ম্যাচটিতে খেলতে পারেননি লিওনেল মেসি।