প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যামকে ৫-১ গোলে হারিয়েছে চেলসি

জয়ের পর চেলসির খেলোয়াড়রা
ফুটবল
এখন মাঠে
0

প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে চেলসি। ওয়েস্টহ্যামকে ৫-১ গোলে হারিয়েছে লন্ডন জায়ান্টরা। ম্যাচের শুরুতেই ব্রাজিলিয়ান ফুটবলার লুকাস পাকুয়েতার গোলে ১-০ তে লিড নেয় ওয়েস্টহ্যাম।

তবে সেই লিড ধরে রাখতে পারেনি দলটি। ১৫ মিনিটে গোল করে চেলসিকে সমতায় ফেরান আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো।

আরও পড়ুন:

এর ৭ মিনিট পর গোল করেন পেদ্রো নেতো। ম্যাচের ৩৫ মিনিটে চেলসির হয়ে গোল উৎসবে যোগ দেন আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজ।

৩-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফিফা ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলটি। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় চেলসি। যার ফল পায় ম্যাচের ৫৪ মিনিটেই।

গোল করেন কাইসেদো। ম্যাচের ৫৮ মিনিটে গোল পান ট্র্যাভো শালাবাহ। এরপর আর কোনো গোল না হলে ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

সেজু