পিছিয়ে থেকেও ৩-২ গোলে বার্সার ম্যাচ জয়

লেভান্তে ও বার্সেলোনার ম্যাচের একটি মুহূর্ত
ফুটবল
এখন মাঠে
0

পিছিয়ে থেকেও কামব্যাক করার নজির দেখালো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে লেভান্তের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে হানসি ফ্লিকের শিষ্যরা।

ম্যাচের ১৫ মিনিটে ইভান রোমেরোর গোলে ১-০ গোলের লিড নেয় লেভান্তে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বালদের হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি থেকে গোল করেন হোসে মোরালেস। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।

বিরতি থেকে ৪৯ মিনিটে পেদ্রির গোলে ব্যবধান কমায় বার্সা। এরপর ম্যাচের ৫২ মিনিটে গোল করেন ফেরান তোরেস। সমতায় ফেরে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে আত্মঘাতি গোল করে বসেন লেভান্তের উনাই এলগেজাবাল। আর তাতেই ৩-২ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এএইচ