সুপার সানডেতে আজ মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড-ফুলহ্যাম

ম্যানচেস্টার ইউনাইটেড-ফুলহ্যাম
ফুটবল
এখন মাঠে
0

জমে ওঠেছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আসর। এরইমাঝে বড় লিগগুলো পুরোদমে শুরু হয়ে গেছে। সুপার সানডেতে রয়েছে বেশকিছু বড় দলের ম্যাচ। ইউরোপিয়ান ফুটবলে সুপার সানডে মানেই বিশেষ কিছু। ক্লাব ফুটবলে বড় দলগুলো মাঠে নামায় দিনটা যেন ব্যস্ততায় কাটে খেলা প্রেমীদের। সুপার সানডেতে আজ (রোববার, ২৪ আগস্ট) মাঠে নামবে ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, প্রতিপক্ষ ফুলহ্যাম।

ম্যাচটি শুরু হবে রাত নয়টা ত্রিশ মিনিটে। দিনের অপর ম্যাচগুলোতে সন্ধ্যা সাতটায় ক্রিস্টাল প্যালেস লড়বে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে। একই সময় এভারটনের প্রতিপক্ষ ব্রাইটন।

মৌসুমের শুরুটা অবশ্য ভালো হয়নি রুবেন আমোরিমের শিষ্যদের। আর্সেনালের বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে প্রিমিয়ার লিগের যাত্রা শুরু করে রেড ডেভিলরা।

আরও পড়ুন:

লা-লিগাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। দীর্ঘ ২৫ বছর পর লা লিগাতে ফেরা রিয়াল ওভেইদার বিপক্ষে রাত দেড়টায় মাঠে নামছে জাভি আলোনসোর শিষ্যরা। রাত নয়টায় ওসাসুনা লড়বে ভ্যালেন্সিায়ার বিপক্ষে। সাড়ে এগারোটায় রিয়াল সোসিয়েদাদের প্রতিপক্ষ এস্পানিওল। একই সময় জিরোনা খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে।

ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্তাস মাঠে নামবে পারমার বিপক্ষে। ম্যাচ শুরু রাত পৌনে একটায়। সিরি আ'তে ভিন্ন ভিন্ন ম্যাচে আরও মাঠে নামছে ফিওরেন্তিনা, লাজিও এবং আতালান্তা।

ইএ