একের পর এক চমক দেখিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশের নারী ফুটবল। এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইন এবং পরে ৭৩ ধাপ উপরে থাকা শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে ফিফা র্যাংকিংয়ে ১২৮ থেকে একলাফে ১০৪ এ উঠে এসেছে আফঈদা-ঋতুপর্ণাদের বাংলাদেশ।
এরপরও নারীদের দায়িত্বে থাকা মাহফুজা আক্তার কিরণের কণ্ঠে আক্ষেপ। সাফল্য আর র্যাংকিংয়ে উন্নতির পরও বিশ্ব ফুটবলের সেরা দলগুলোর কাছে গুরুত্ব বাড়েনি বাংলাদেশের। ফলে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ মিশনের আগে নিজেদের শক্তি যাচাইয়ে বেগ পেতে হচ্ছে নারী দলকে।
আরও পড়ুন:
বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘ফুটবল যে খুব অল্প সময়ে ভালো জায়গা চলে গিয়েছে এইটা ফিফার কাছে খুব বড় একটা পজিটিভ দিক। আগেও একবার বলেছে এখনো বলছে। নারী ফুটবলের ইতিহাসে এভাবে কখনো আগায় নাই। আমার যে কাজগুলো করতে হচ্ছে সেটা আমার পার্সোনাল রিলেশনশিপ দিয়ে সেই কাজগুলো করতে হচ্ছে।’
এদিকে অনেক চিঠি চালাচালি আর যোগাযোগের পর থাইল্যান্ড দলের সবুজ সংকেত মিলেছে বাফুফের। ২৫ এবং ২৮ অক্টোবর ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে পিটার বাটলারের শিষ্যরা।
মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘থাইল্যান্ডের ম্যাচ ঢাকায় করতে চেয়েছিলাম কিন্তু তারা রাজি হয় নাই তাই থাইল্যান্ডে খেলতে হবে। ৬টি ম্যাচ হবে।’
এদিকে নারী জাতীয় দলের ফুটবলারদের জন্য বাফুফের বাইরে এক্সক্লুসিভ ক্যাম্প করার কথা ভাবছে ফেডারেশন। পিটার বাটলারের নেতৃত্বে যেটি শুরু হবে সেপ্টেম্বরের মাঝামাঝিতে।