চ্যাম্পিয়ন্স লিগে একইরাতে ইতিহাসের সাক্ষী হলো নতুন তিন ক্লাব

চ্যাম্পিয়ন্স লিগ
ফুটবল
এখন মাঠে
0

চ্যাম্পিয়ন্স লিগে একইরাতে ইতিহাসের সাক্ষী হলো নতুন তিন ক্লাব। সাইপ্রাসের পাফোস এফসি, নরওয়ের বোদো গ্লিমট এবং কাজাখস্তানের কাইরাত প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নেবে।

চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের শেষ পর্বে পাফোস ১-১ গোলে ড্র করেছে রেডস্টার বেলগ্রেডের সঙ্গে। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানের জয় তাদের নিয়ে গেছে মূল পর্বে। ক্লাব প্রতিষ্ঠার মাত্র ১১ বছরের মাথায় ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে প্রেস্টিজিয়াস প্রতিযোগিতায় নামবে তারা।

আরও পড়ুন:

নরওয়ের বোদো/গ্লিমট সবশেষ আসরে ইউরোপা লিগের সেমিফাইনালে খেলেছিল। এবারে অস্ট্রিয়ার ক্লাব স্টার্ম গ্রাজকে হারিয়ে জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে।

আর সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়ে এই প্রতিযোগিতায় এসেছে কাজাখস্তানের কাইরাত আলমাতি। স্কটিশ ক্লাব সেল্টিককে টাইব্রেকারে হারিয়ে ইতিহাস গড়েছে দলটি।

সেজু