সাফে নেপালের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে বাংলাদেশ

গোলের পর বাংলাদেশ নারী দলের খেলোয়াড়
ফুটবল
এখন মাঠে
0

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে বেশ দাপুটের সঙ্গে খেললেও নেপালের বিপক্ষে গোল উৎসবে মাততে অপেক্ষা করতে হয় ৩৯ মিনিট পর্যন্ত। বাংলাদেশের পক্ষে প্রথম গোলটি করেন থুইনুয়ে মারমা।

বিরতিতে যাওয়ার আগে আবারও বাংলাদেশের ডাগউটে উল্লাস। এবার গোলদাতা সৌরভী আকন্দ প্রীতি। তবে বিরতিতে যাওয়ার একদম শেষ মুহূর্তে বাংলাদেশকে হতাশ করে এক গোল শোধ করে নেপাল।

আরও পড়ুন:

দ্বিতীয়ার্ধে শুরুতে নেপাল তিন পরিবর্তনের স্কোরবোর্ডে হয়নি কোনো পরিবর্তন। উল্টো বাংলাদেশের এক পরিবর্তনে ৭১ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন প্রীতি।

স্কোর দাঁড়ায় ৩-১। ১৬ মিনিটের ব্যবধানে আবারও গোল উদযাপন বাংলাদেশের। এবার গোল করে হ্যাটট্রিক করেন প্রীতি। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি নেপাল।

এই জয়ের পর ৪ ম্যাচ খেলে ভারতের সমান ৯ পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় টেবিলের দ্বিতীয়তে আছে মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা।

সেজু