বিগত বছরগুলোতে বিপিএলে হাতে গোনা দুই ১টি দল চ্যাম্পিয়শিপ লড়াইয়ে নামলেও এবার টুর্নামেন্ট শুরুর আগেই নিজেদের গুছিয়ে নিচ্ছে বেশ কয়েকটি দল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন আসরকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি শুরু করেছে পুলিশ এফ সি। দেশি বিদেশি খেলোয়াড়দের নিয়ে চ্যাম্পিয়নশিপ ফাইট দিতে চায় তারা। দলের কোচ ও অধিনায়ক জানালেন নিজেদের সন্তুষ্টির কথা।
পুলিশ এফসির কোচ এস এম আসিফুজ্জামান বলেন, ‘পুলিশ টিমের যে বাজেট সে বাজেট অনুযায়ী ম্যানেজমেন্টের সর্বোচ্চ সহযোগিতায় আমরা একটা ভালো টিম করার চেষ্টা করেছি।’
আরও পড়ুন:
পুলিশ এফসির অধিনায়ক মানিক মোল্লা বলেন, ‘সাউথ প্লেয়ার যারা এসেছে ও লোকাল যেসব প্লেয়ার নিয়ে টিম করা হয়েছে আমার কাছে মনে হচ্ছে ভালো টিম হয়েছে একটা।’
এবার নতুন নিয়মে দক্ষিণ এশিয়ার খেলোয়াররা থাকছেন দেশি ফুটবলার হিসেবে। বিপিএলে বিদেশিদের অন্তর্ভুক্তি বাংলাদেশের লিগকে আর ও জনপ্রিয় করবে বলে আশাবাদী নেপাল অধিনায়ক।
পুলিশ এফসির গোলকিপার কিরণ চেমজং বলেন, ‘দক্ষিণ এশিয়ার খেলোয়াড়দের অন্তর্ভুক্তি বাংলাদেশ ফুটবল লিগে ব্যাপক পরিবর্তন আনবে। বিগত বছরগুলোতে ১/২ টি দল চ্যাম্পিয়নশিপ লড়াই করলেও এবার বেশ কয়েকটি দল প্রতিযোগিতা করবে।’
সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের সাথে দুইটি প্রীতি ম্যাচ খেলবে টিম বাংলাদেশ। দুই ম্যাচেই হামজা শমিতদের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আশা নেপাল অধিনায়কের।